আগের চেয়ে ভালো আছি ।



দূর দেশে সুস্থ্য ভাবে বেঁচে আছি এটাই অনেক । ১৬ বছর পড়াশোনা করে শিক্ষা জীবন আপাতত সমাপ্ত করেছি , সুযোগ পেলে আবার শুরু করবো। বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র , এই নীতিতে শিখছি প্রতিনিয়ত। বেশ কিছুদিন বেকার তকমা লাগানো ছিল আমার ক্যারিয়ারে ।আমি পরিবারের সকলের বিরক্তের কারন হয়ে দাড়িয়েছিলাম , আত্নীয় স্বজন ও আপদ মনে করত।

নিজের ভবঘুরে চিন্তা কাজে লাগিয়ে ব্যাস্ত হয়ে গেলাম। ঘুরতে ঘুরতে চলে এলাম ২২০০০ (প্রায়) মাইল দূরের দেশে। চারদিকে সাগরে ঘেরা হাজার দ্বীপের দেশ, জাতি, ধর্ম, বর্ণ , বিভেধ নেই । যার যা খুশি করতে পারে, যে যেমন খুশি চলতে পারে, আহ জীবন ।দূর দেশে সুস্থ্য ভাবে বেঁচে আছি এটাই অনেক । ১৬ বছর পড়াশোনা করে শিক্ষা জীবন আপাতত সমাপ্ত করেছি , সুযোগ পেলে আবার শুরু করবো। বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র , এই নীতিতে শিখছি প্রতিনিয়ত। বেশ কিছুদিন বেকার তকমা লাগানো ছিল আমার ক্যারিয়ারে ।আমি পরিবারের সকলের বিরক্তের কারন হয়ে দাড়িয়েছিলাম , আত্নীয় স্বজন ও আপদ মনে করত। নিজের ভবঘুরে চিন্তা কাজে লাগিয়ে ব্যাস্ত হয়ে গেলাম। ঘুরতে ঘুরতে চলে এলাম ২২০০০ (প্রায়) মাইল দূরের দেশে। চারদিকে সাগরে ঘেরা হাজার দ্বীপের দেশ, জাতি, ধর্ম, বর্ণ , বিভেধ নেই । যার যা খুশি করতে পারে, যে যেমন খুশি চলতে পারে, আহ জীবন ।
আমার বর্তমান কাজ, একটা ব্যাবসার একাংশ দেখাশোনা করা, দিনের বেশীর ভাগ সময়ই নেটে বসে সময় কাটাই। শরীরের জড়তা কাটাতে নিয়মিত জিম করা, রান্নাকরে খাওয়া, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অফিস করা। অফিস আমার , কাজ বলতে শুধু বসে থাকা।
একটা ল্যাপটপ ছিল না বলে ব্লগে আসলে অসহায় লাগত, এখন থেকে আর অসহায় লাগবে না। কতোশত সপ্ন মনে, ধীরে ধীরে পূরণ হচ্ছে। আমার ভবঘুরে জীবনে কতো কি হারালাম, যা পেলাম তাও কম নয়।
২০০৫ সালে কম্পিউটার নামক যন্ত্রের সাথে পরিচিত হয়েছিল, মনের গভীরে সপ্ন বুনেছিলাম আমার একটা কম্পিউটার থাকবে। ইচ্ছে মতো ভার্চুয়াল জগতে ঘুড়ে বেড়াবো । এতোদিনে সেই সপ্ন পুরন হলো, একটা ক্যামেরা, একটা ভালো মানের মোবাইল, আর নিজের চলার খরচ , থাকা খাওয়া ফ্রি । এভাবে কতো দিন যাবে কে জানে, আমায় নিজের মতো সময় কাটছে । এটাই আমার অর্জন ।
সাধারন মানের জীবন যাপন , দুনিয়া ঘুরে বেড়ানো এটাই আমার সপ্ন এখন।

মানুষ রূপের মানুষ নয় , আসল মানুষ হতে চাই।
সাক্ষী হয়ে থাকতে চাই , নানান অঘটনের।
জীবনের তরে যেন, তৃপ্তি পাই শেষ সময়ে।
যে দীর্ঘশ্বাস শূন্য করে তোলে সারাটা জীবন।
তা থেকে পরিত্রান পেলেই সার্থক আমি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিদেশে উচ্চ শিক্ষা !

ফিলিপাইন ভ্রমন

আমার ভাবনায় বন্ধুত্ব

"জন্মাই আমার আজন্ম পাপ/অভিশাপ"

কর্মজীবীদের চাকরী নিয়ে বিদেশ যেতে করনীয়।

জীবনের জটিলতায় আজ ভবঘুরে আমি !

ধ্রুবতারার প্রেম

মানব মগজ

স্বর্গের মত একটা গ্রাম, রাইন-নরওয়ে

"লা ইলাহা ইল্লাল্লাহ"