পোস্টগুলি

মার্চ, ২০১৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অবুঝ মন নিশ্পাপ জীবন

ছবি
অবুঝ মন কথাটি খুব পরিচিত, "অবুঝ জীবন" কথাটা দেখতেই অন্যরকম ! যদি কারও মন অবুঝ হয় তবে তার জীবন ই অবুঝ। অবুঝ মনের ভাবনাতে কত কি আমি দেখতে পাই যা অবুঝ নয়। ছোট্ট বেলার জীবনই আমাদের কাছে অবুঝ , কিন্তু ছোট্ট বেলার জীবনও অবুঝ নয়....! ছোটদের কিছু ভীবনা বড়দেরকে ভাবনাকেউ হার মানায় । অবুঝ মন আমার সদা অপন, হয়ত সবার বেলাতেই এই আপন অনূভূতি মন ছুয়ে যায়। অবুঝ মনের এই মন ছুয়ে যাওয়ার অনূভূতিই , মন যে সত্যিই অবুঝ হয় তা মেনে নিতে বাধা দেয়। অনেক সময়ই বয়ষ্ক লোকদেরও অবুঝের মতো আচরন করতে দেখা যায়, মন বয়সের ফ্রেমে কখনই বন্ধী হয় না। তাই হয়ত যখন তখন মন অবুঝ হয়ে যায়। বিভিন্ন বয়সে মনের এ অবুঝ আচরন বলে দেয়, মন সদা সর্বদাই শিশু সুলভ... (সময় সংক্ষেপ বলে এখন আর লিখতে পারছি না)                                           চলবে........