পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০১৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মিডেল ক্লাস ফ্যামেলির সন্তান

মিডলক্লাস ফ্যামিলিগুলো আসলেই খুব কুখ্যাত। নিজের পরিবারের সদস্যদের প্রতি একটুও মায়া দেখাতে পারেনা..... এই পরিবার গুলো থেকে দু-চারটা ছেলে মেয়ে উঠার চেষ্টা করলে ভাগ্য তাদের নিচের দিকে ধরে টানে .... ( তোর জায়গা উপরেনা এখানে, তুই এখানে থাক, এটাই কন্ট্রোল করতে হিমশিম খাচ্ছিস আবার উপরে উঠতে চাস) এই ছেলে-মেয়েরা পড়ালেখা শেষ করার তেমন একটা সুযোগ পায়না। তাদের স্কিলের তুলনায় পরিবারের চাহিদা হয়ে যায় খুব বেশি... একটা ছেলে বা মেয়ে ইন্টারমিডিয়েট পাশ করলেই তাদের পরিবার মনে করে, 'ছেলে তো শিক্ষত হয়ে গেছে এখন চাকুরী করে লাখ লাখ টাকা কামাবে....' কিন্তু সে কতটুকু পর্যন্ত খাটতে পারবে তা একমাত্র সেই বলতে পারবে। যে পরিবারের চাহিদা বেশি থাকে তার সবগুলোই অশিক্ষিত পরিবার এবং ঐ ছেলে বা মেয়ে তাদের বংশ বা পরিবারের মধ্যে একমাত্র কিছুটা শিক্ষিত..... যার কারনে, তাদের বুঝার মতো পরিবার গুলোতে কেউ থাকে না। তাকে তার বুঝ তৈরি করে নিতে হয় সেটা সে যেভাবে ই পাড়ুক চেষ্টা করবে..... তার চেষ্টাকে আমি সাধুবাদ জানাই!... ইন্টারমিডিয়েট দেওয়ার পরে, মুর্খ মিডলক্লাস ফেমিলির ছেলে গুলার উপর একটা বার্তী চাপ পড়ে। পরিবার থেক

ভাবনা !

ভাবনাগুলি ভাবছি আমি, আমার মতো করে। ছুয়ে যায় ভাবনাগুলি, শুধুই আমাকে। সত্যি যদি স্বপ্ন গুলি, জীবনের পথে। ধরা দেয় অধরাও, মনের আকাশে। ছুয়ে দেয় মন যদি, স্বপ্নগুলি দিয়ে। মিশে যায় তফাতে , মানুষ মানুষে। স্বপ্ন-ভাবনা জীবন যেন, আকাশ-পাতাল দূর। দূর দিগন্তে মিশে গেছে, আকাশ-পাতালে।