পোস্টগুলি

2017 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

প্রান ঝড়ে যায়।

ছবি
  মেয়েরা যখন অন্তঃসত্ত্বা বা গর্ভবতী হয় তখন একশ' জনের মধ্যে ২০ জনের গর্ভপাত হয়ে যায়৷ এটা একটা স্বাভাবিক নিয়ম, প্রাকৃতিক নিয়ম৷ গাছের যেমন ২০ ভাগ ফল পরিপুষ্ট হয় না, তেমনি ২০ ভাগ ভ্রুণ পরিপুষ্ট হয় না৷ এগুলোর প্রধান কারণ হচ্ছে জিনগত, ক্রোমোজমাল অ্যাবনর্মালিটি, মেয়েদের বা ছেলেদের ডিম্বানু বা শুক্রানুর ভেতরে যে ফলটা হয়, সেখানে যদি কোনো ‘ডিফেক্ট' থাকে, তখন এমনটা হতে পারে৷ এটাকেই মেইন কারণ হিসেবে ধরা হয়৷ এছাড়াও অনেক কারণ আছে৷ জরায়ুতে যদি কোনো ডিফেক্ট থাকে বা মহিলাদের ডায়াবেটিস, কিডনিতে, থাইরয়েডে সমস্যা বা ভাইরাল জ্বর হয়, এমনকি মানসিক কারণেও গর্ভপাত হতে পারে৷ অনেক সময় দেখা যায়, গর্ভপাতের কোনো কারণই খুঁজে পাওয়া যায় না৷ এটা প্রাকৃতিক নিয়ম অনুসারেই হয়ে থাকে৷ গর্ভপাত কী হত্যার শামিল? প্রশ্নটা ভিন্ন৷ যেটা অটোমেটিক হয়ে যাচ্ছে, সেটা তো আর হত্যার শামিল বলা যাবে না৷ অ্যাবনরমাল শিশুগুলোই সাধারণত ঝড়ে যায়৷ আমরা ডাক্তাররা কোনো মহিলার শারীরিক কারণ, স্বাস্থ্যগত কারণ, এছাড়া এমন কোনো কারণ আছে যেখানে মেডিক্যাল ইনডিকেশন আছে, সেখানে মেডিক্যাল টার্মিনেশন অব প্রেগনেন্সিও আছে৷ এখানে আগে মাকে বাঁ

আমি বিদেশ আসছি, আপনি কেন আসবেন ?

ছবি
আদর্শ লিপি বইতে পড়েছিলাম, লেখাপড়া করে যে গাড়ি-ঘোড়ায় চরে সে । আমার এক ফ্রেন্ড পঞ্চম শ্রেণীর পর আর তার সাথে আমার অনেকদিন কোন যোগাযোগ নেই। কয়েক বছর পর হঠাৎ দেখা, এর মাঝে সে অন্য স্কুলে হাইস্কুল পর্যন্ত গেছে। কিন্তু এতে পড়ে কি হবে! স্কুল শেষ করার আগেই সে গাড়ি চড়া শুরু করেছে। আর আমার তখন গাড়ির কথা ভেবেই দিন কাটে। পড়ালেখা করে আরো কয়েক বছর কাটিয়ে দিলেও আমাদের সেই ‘গাড়ি চড়া’ হয়নি। বলছিলাম বন্ধুর কথা।লেখাপড়া না করে বা কম করেও যে গাড়ি চড়া যায় আর বাড়ি হয়, বিয়ে-সন্তান হয়ে ভালো ‘ধনী’ হওয়া যায় সে তার জলন্ত প্রমাণ। (এমন প্রমান অনেক আছে ) কলেজে পড়ার সময়ই দেখেছি তার ব্যবসা বড় হয়েছে। এরপর মাঝে একবার দেখেছিলাম বন্ধুর চেহারা। অতিশয় ব্যস্ত এক ব্যবসায়ী। বন্ধুর এখন অনেক টাকাও আছে বটে।অবস্থা হলো- আমার ‘সফল’ বন্ধুর মতো আমার টাকা নেই। এ রকম বন্ধু আমার আরো অনেক আছে। স্কুল-কলেজের বন্ধুরা এখন অনেকই প্রতিষ্ঠিত এবং তারা একদিকে ‘টাকাওয়ালা’ অথবা ‘ক্ষমতাবান’। দিন রাত বই মুখস্থ করে অনেকে সরকারী কর্মকর্তাও হয়েছে। এতসব না পড়েও অবশ্য অনেকে বড় কর্মকর্তা হয়েছে। আমি বাবার দেয়া হাতখরচ এর টাকায় এদিক-সেদিক ঘুরে বেড়

কি করলে ভালো হবে ? কনফিউজড !

ছবি
আমার জন্য সঠিক রাস্তা কোনটা? – বিদেশ, স্বদেশ, ব্যাবসা, চাকরি শ্রম বিক্রি (কামলা)? অনেকের মনেই প্রশ্ন থাকে  –  আমি দেশেই কিছু করবো নাকি বিদেশ যাবো (কোনটা করলে যে ভালো হয়) বুঝতে পারছি না। নিজেকে খুশি করবো? নাকি পরিবারকে? আমার মন চায় এটা, কিন্তু সবাই বলে অন্যটা ... ...  আমরা খুব সহজে বলে ফেলি  –  এটা আমার স্বপ্ন। কিন্তু কেন ?   –  সেটা জিজ্ঞেস করলে অনেকেই থমকে যাবে। মাথা চুলকোবে।  “ এই লাইনে টাকা আছে ” অই লাইনে ওটা আছে,   এ জাতীয় কথা খুব লেইম অথবা সস্তা শোনায়, তাই আমরা এটা স্বীকার করতে লজ্জা পাই। আমাদের মাঝে মহা পণ্ডিতের অভাব নাই।    দুঃখজনক হলেও সত্য আমাদেরকে বড় করা হয় এভাবে  –  আমরা নিজেদের জন্য কোন দিকটা ঠিক, এটা নিজেরা কখনো ঠিক করার সুযোগ পাই না। শতকরা আশি ভাগ ছাত্রছাত্রী বাবা-মার চাপে, বড় ভাই-বোনের চাপে, বন্ধুদের চাপে কিংবা গত কয়েক বছরের ট্রেন্ডের চাপে সিদ্ধান্ত নেয়। পুরো মনোযোগ দিতে পারে না, নিজেকে খুঁজেও পায় না বলে হতাশায় ভোগে। অনেকের বাবা-মা জানেনই না যে ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং ছাড়া পৃথিবীতে আর কোন পেশা আছে।   আমরা বাংলাদেশীরা হুজুগে জাতি ।  গত কয়েক বছরে প্

adv About Myself

ছবি
Lifestyle Plan for Md Jillur Rahman OVERVIEW Md Jillur, the health of your body relies on the health of your cells. This plan will focus on five different strategic areas of health so you can decrease the burden on your cells and allow them to perform their appropriate functions optimally. Integrating this information into your daily life will help you live better and healthier, from the cellular level up. Your answers indicate that you are already enjoying a healthy lifestyle, but you have even greater wellness goals you want to achieve. Congratulations! Your determination to reach an elite level of health and fitness is impressive. This assessment will provide recommendations for diet, supplementation, fitness, and more to help you up your game. Your answers indicate that you are already enjoying a healthy lifestyle. Congratulations! Very few people are as active and healthy as you are, and it's clear you are currently doing what it takes to maintain your current health le

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে স্কলারশিপ

ছবি
পিএইচডি অধ্যয়নরত শিক্ষার্থীদের লেখক (বাঁ থেকে চতুর্থ) কীভাবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে স্কলারশিপ পাওয়া যায়? স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে কী কী ক্রাইটেরিয়াকে (নির্ণায়ক) বেশি গুরুত্ব দেওয়া হয়? এই রকম প্রশ্নের উত্তর চেয়ে প্রতি মাসেই প্রায় ১০ থেকে ১২টি ইমেইল পাই | গত কয়েক বছর থেকেই এমনটি চলে আসছে | কাজের ফাঁকে যতটুকু পারি সবাইকে সহযোগিতা করতে চেষ্টা করি | আজ ভাবলাম এই বিষয়গুলো নিয়ে কিছু লিখব | যারা অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার্থে আসতে চান তাদের জন্য কিছুটা হলেও কাজে আসবে | গত পাঁচ বছর ধরে অস্ট্রেলিয়ার দুটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কলারশিপ কমিটিতে আমার কাজ করার সুযোগ হয়েছে | বেশির ভাগ ক্ষেত্রে আমার কাজ ছিল আবেদনকারী ইন্টারন্যাশনাল ছাত্রছাত্রীদের একটি প্রাথমিক তালিকা তৈরি করা | সেই তালিকা থেকেই অনেক যাচাই বাচাই করে একটি সংক্ষিপ্ত তালিকা হতো | অনেক চুলচেরা বিশ্লেষণ হতো | সেখান থেকেই বাছাই করা নির্দিষ্ট সংখ্যক ছাত্রছাত্রীদের স্কলারশিপের জন্য ইনভাইটেশন লেটার পাঠানো হতো | তবে বিভিন্ন দেশের ছাত্রছাত্রীদের সিভি, ট্রানসক্রিপ্ট, রিকোমেন্ডেশন লেটার এগুলো পড়ে, দেখে বেশ কি

আমার খুন ও ধর্ষণ ভীতি !

ছবি
আজ প্রায় ১ বছর অনেকগুলি পত্রিকার খবরে চোখ বুলিয়ে নিলাম। একসময় নিয়ম করে রোজ পত্রিকা পরতাম । কিন্তু খুন ও ধর্ষণের খবরগুলি সবসময় এড়িয়ে যেতাম। দিন দিন খুন ও ধর্ষণের খবরগুলো পত্রিকার নিয়মিত খবর হলো, খবরগুলো সবাই হয়ত খুব স্বাভাবিক মনে করেই মেনে নিল। আমি এই ব্যাপারগুলি মেনে নিতে না পেরে পত্রিকা পড়া ছেড়ে দিলাম। ছেড়ে দিলাম একটা দৈনিক পত্রিকায় লেখালেখির কাজ। খুন ও ধর্ষণ এই খবরগুলো দেখলেই আমার মাথা ঝিম ধরে যায়, ভুক্তভুগির ভাবনা মাথায় জায়গা করে নেয় , অসহ্য এক যন্ত্রনায় মনটা কেমন ছটফট করে। যদিও আমি নিজেকে বোঝাই ও সাহস দেই যে ওরা তো আমার কেউ না কিন্তু কাজ হয় না। ওরাও তো মানুষ ! যারা ধর্ষণ বা খুন করে তারা তো নিকৃষ্ট অমানুষ , মানুষ গুলো কেন অমানুষ থেকে দূরে থাকে না? কনফিউসড আমি, মানুষ এবং অমানুষ গুলো দেখতে কেন একই রকম ?  ৬ মাসের বেশী সময় ধরে দেশের বাইরে থাকায় ,অনলাইন ভিত্তিক খবর ছাড়া দেশের খবর খুব একটা জানতে পারি না। দেশের থাকা মানুষদের সাথেও তেমন যোগাযোগ নেই ফেসবুক ছাড়া। ফেসবুকের কল্যাণে গড়ে উঠেছে দেশ বিদেশের মানুষের সাথে যোগাযোগ, সেই সাথে নানান খোজ খবর পাওয়া। ইদানিং এই ফেসবুকে খুন ও ধর্ষণের খব

কর্মজীবীদের চাকরী নিয়ে বিদেশ যেতে করনীয়।

ছবি
নাম নিবন্ধন করুন কর্মজীবি হয়ে বিদেশ গমনের জন্য বাধ্যতামূলকভাবে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএমইটি অফিসের অন-লাইন ডাটাবেজ নেটওয়ার্কে আপনার নাম নিবন্ধন করতে হবে। তবে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস বা ডেমো অফিস থেকে সংগৃহীত নাম নিবন্ধন ফর্ম পূরণ করে সেখানকার নিবন্ধন সেবা কর্মকর্তার মাধ্যমে নাম নিবন্ধন করতে পারবেন। নাম নিবন্ধন শেষে আপনি জবসিকার্স কার্ড বা এমপ্লয়ি রেজিস্ট্রেশন কার্ড হাতে পাবেন। তবে শুধুমাত্র নাম নিবন্ধনই চাকুরির নিশ্চিয়তা বহন করে না। নাম নিবন্ধনের পুরো প্রক্রিয়াটি জানতে বিস্তারিত জানুন বাটনে ক্লিক করুন। এছাড়া নিচের লিংকগুলোতে ক্লিক করলে অন-লাইনে নাম নিবন্ধনের প্রক্রিয়াসহ নাম নিবন্ধন ফর্ম পূরণের প্রয়োজনীয় নির্দেশাবলী সহজভাবে বুঝতে পারবেন। নাম নিবন্ধন করুন অন-লাইনে নিবন্ধন ফর্ম পূরণ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা- এখানে ক্লিক করলে বিএমইটি-এর অন-লাইন নিবন্ধনের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী দেখতে পাবেন। http://www.bmet.org.bd/BMET/onlineRegistration -এর লিংকে ক্লিক করলে বিএমইটি-এর অন-লাইন রেজিস্ট্রেশন উইন্ডো আসবে। এখানে অন-লাইনের মাধ্যমে ফর্ম পূরণ করে আ