গল্প থেকে শিক্ষা ১



গৌতম বুদ্ধের একজন শিষ্য হঠাৎ একদিন বুদ্ধকে এসে বললো যেঃ "অমুক নামের এক সাধক আছেন, যিনি নদীর ওপর দিয়ে হেঁটে পার হয়ে যেতে পারেন।"
বুদ্ধ বললেনঃ "খুব ভালো। কিন্তু তিনি যে নদী পার হয়ে গিয়েছিল, সেই নদীতে খেয়া পারাপার করতে কত লাগে?"
শিষ্য বললঃ "এক পয়সা।"
বুদ্ধ বললেনঃ "মাত্র এক পয়সার বিনিময়ে যে নদীতে নৌকায় পার হওয়া যায়, সেই নদী পার হওয়ার জন্য ত এতো সাধনার প্রয়োজনই নেই। অমুক নামের সেই সাধকের এতো বছরের সাধনার মূল্যও ত তাহলে মাত্র এক পয়সা পরিমান।"

শিক্ষাঃ চমৎকার কিছু লাভ করার জন্য আধ্যাত্মিক সাধনার কোনো প্রয়োজন নেই। যারা চমৎকার কিছু পেতে ও মানুষকে চমৎকার কিছু দেখিয়ে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য সাধনা করে, তারা প্রকৃত সাধক নয়। আজকাল পথে ঘাটে অনেক ভন্ড সাধকদের দেখা যায়, যারা মানুষকে চমৎকার কিছু দেখিয়ে নিজের নাম ও ক্ষমতা জাহির করে দেখায় এবং মানুষও তাদের প্রতি খুব আকৃষ্ট হয়। কেউ পানির উপর দিয়ে হাঁটে আবার কেউ বা শূণ্যে ভাসে, কেউ কেউ অন্যের গোপন খবর বলে দেয়, কে কোন অবস্থায় আছে তাও নাকি বলে দিতে পারে। আরো নানান রকম চমৎকার কিছু দেখায় যা সাধারণ মানুষের পক্ষে করা অসম্ভব ভেবে সবাই তাদেরকে অনেক বড় সাধক ভাবতে শুরু করে দিয়ে পূজনীয় করে রাখে। কিন্তু এগুলো সবই চমৎকার ছাড়া আর কিছুই নয়।
প্রভুকে লাভ করতে এইসবের প্রয়োজন নেই। হাস নদীতে ভাসতে পারে, মশা মাছি আকাশে উড়তে পারে। সুতরাং এসব করার জন্য মানুষকে সৃষ্টি হয়নি, মানুষের কর্ম হবে সবার চেয়ে আলাদা ও গুরুত্বপূর্ণ। নিজের ভিতরের সত্ত্বাকে খুঁজে বের করুন, সেই মহাসত্যের সন্ধান করুন যা আপনার ভিতরে লুকায়িত। চমৎকার কিছু দেখেই চমকে উঠবেন না, আপনার সাধনার লক্ষ হল মহাসত্যকে খুঁজে পাওয়া নিজের মাঝে, সসীম এই 'আমি'কে অসীমের মাঝে বিলিন করে দেওয়াই হল সাধনার মূল লক্ষ। যারা চমৎকার কিছু ঘুড়ে বেড়ায়, তাদের থেকে নিজেকে দূরে রাখুন। সাধককে বিচার করুন তাঁর জ্ঞান ও ব্যবহার দিয়ে, তার চমৎকারী দিয়ে নয়। 
দিয়াশলাই (ম্যাচ) এ বারুদ থাকে গুপ্ত হয়ে, আগুন থাকে তার মাঝে সুপ্ত হয় ততক্ষন পর্যন্ত, যতক্ষন না তা ঘর্ষণের মাধ্যমে জ্বালিয়ে প্রকাশ করা না হয়, যখনই বারুদ জ্বলে উঠে আগুনের ঝলকানি প্রকাশ পায়, তখনই তার শক্তি শেষ হয়ে যায়, তারপর আর সেই দিয়াশলাই বা ম্যাচের কাঠিতে আগুন থাকেনা এবং তা কোনো কাজে লাগেনা। 
তাই চমৎকারী দেখানো ভন্ডদের কাছ থেকে দূরে থাকুন, জ্ঞানী ও প্রেমী সাধকদের সঙ্গ করুন যারা চমৎকার কিছু দেখায় না এবং অপারগতা প্রকাশ করে চমৎকার কিছু দেখাতে। প্রকৃত একজন সাধক হলে তার মাঝ থেকে এমনিতেই তার সাধুত্বের সুবাস ছড়িয়ে পড়বে তার জ্ঞান ও আচার-ব্যবহারে।
spiritual JR Sikder

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিদেশে উচ্চ শিক্ষা !

ফিলিপাইন ভ্রমন

আমার ভাবনায় বন্ধুত্ব

"জন্মাই আমার আজন্ম পাপ/অভিশাপ"

কর্মজীবীদের চাকরী নিয়ে বিদেশ যেতে করনীয়।

জীবনের জটিলতায় আজ ভবঘুরে আমি !

ধ্রুবতারার প্রেম

মানব মগজ

স্বর্গের মত একটা গ্রাম, রাইন-নরওয়ে

"লা ইলাহা ইল্লাল্লাহ"