ঢাকা শহরের বন্ধু শহর ম্যানিলা
খুব মিস করছি ঢাকা শহরকে! 
 
রাস্তা যখন পানির নিচে ১
 
রাস্তা যখন পানির নিচে ২
 
রাস্তা যখন পানির নিচে ৩ ( ছবি ১,২,৩ আজকের ম্যানিলা বুলেটিন থেকে)
ঢাকা থেকে ৩৩৬০ কিলোমিটার দূরে ম্যানিলা, ফিলিপাইনের রাজধানী । বেশ ক'মাস এখানে থেকে ঢাকা শহরের অনেক কিছুর সাথে মিল খুজে পেলাম । ট্রাফিক জ্যাম, ঘনবসতি, বস্তি, ভি আই পি এলাকা , ফুটপথে মানুষের ভীর সবই আছে এখানে। আজ ভারী বর্ষণে দেখলাম ভেসে যাচ্ছে ম্যানিলা যেমন উন্নয়নের জোয়ারে ভাসছে ভারী বর্ষনের ঢাকা শহর।
 
ট্রাফিক জ্যাম, ম্যানিলা। ছবি, গুগল থেকে।
 
পাখির চোখে ম্যানিলা শহর। ছবি, গুগল থেকে
 
রাত্রি বেলা, ছবি গুগুল থেকে
পথের মানুষ!
 
 
দেশ-বিদেশের মিল খুজে বেরাই,
নিজেকে নিজ দেশেই হারাই
স্বপ্নে, কল্পনায়, ভালোবাসায় শত-শহস্র বার।

রাস্তা যখন পানির নিচে ১

রাস্তা যখন পানির নিচে ২

রাস্তা যখন পানির নিচে ৩ ( ছবি ১,২,৩ আজকের ম্যানিলা বুলেটিন থেকে)
ঢাকা থেকে ৩৩৬০ কিলোমিটার দূরে ম্যানিলা, ফিলিপাইনের রাজধানী । বেশ ক'মাস এখানে থেকে ঢাকা শহরের অনেক কিছুর সাথে মিল খুজে পেলাম । ট্রাফিক জ্যাম, ঘনবসতি, বস্তি, ভি আই পি এলাকা , ফুটপথে মানুষের ভীর সবই আছে এখানে। আজ ভারী বর্ষণে দেখলাম ভেসে যাচ্ছে ম্যানিলা যেমন উন্নয়নের জোয়ারে ভাসছে ভারী বর্ষনের ঢাকা শহর।

ট্রাফিক জ্যাম, ম্যানিলা। ছবি, গুগল থেকে।

পাখির চোখে ম্যানিলা শহর। ছবি, গুগল থেকে

রাত্রি বেলা, ছবি গুগুল থেকে
পথের মানুষ!


দেশ-বিদেশের মিল খুজে বেরাই,
নিজেকে নিজ দেশেই হারাই
স্বপ্নে, কল্পনায়, ভালোবাসায় শত-শহস্র বার।
 
 
 
 
 
 
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন