আলোর পথে

 যখন, আমি আমার মাঝে নেই
কাঁদতে ভুলে যাই,
তখন, হাড়িয়ে যাই কলুষিত দিগন্তে
বেলা শেষে নীড়ে...

যখন, হো হো হো হাঁসির শব্দে
 ঘুম ভেংগে যায়।
তখন, আবিষ্কার করি নিজেকে
পতিতালয়ের অন্ধকারে ।

যখন, বুঝতে পারি আমি
বেড়ে উঠেছি মায়ের সাথে ।
তখন, মা'কে যাত্রা শুরু
আলোর পথে।

যখন, শেষ দর্শন করি মায়ের মুখ
এ ধরায় আবার জন্ম নেই,
তখন , মায়ের মুক্তি কামনা
ব্রত নিয়ে আলোর পথে।
               
                               ৯ অক্টোবর ২০১৬

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিদেশে উচ্চ শিক্ষা !

ফিলিপাইন ভ্রমন

আমার ভাবনায় বন্ধুত্ব

"জন্মাই আমার আজন্ম পাপ/অভিশাপ"

কর্মজীবীদের চাকরী নিয়ে বিদেশ যেতে করনীয়।

জীবনের জটিলতায় আজ ভবঘুরে আমি !

ধ্রুবতারার প্রেম

মানব মগজ

স্বর্গের মত একটা গ্রাম, রাইন-নরওয়ে

"লা ইলাহা ইল্লাল্লাহ"