আলোর পথে
  যখন, আমি আমার মাঝে নেই  কাঁদতে ভুলে যাই,  তখন, হাড়িয়ে যাই কলুষিত দিগন্তে  বেলা শেষে নীড়ে...   যখন, হো হো হো হাঁসির শব্দে   ঘুম ভেংগে যায়।  তখন, আবিষ্কার করি নিজেকে  পতিতালয়ের অন্ধকারে ।   যখন, বুঝতে পারি আমি  বেড়ে উঠেছি মায়ের সাথে ।  তখন, মা'কে যাত্রা শুরু  আলোর পথে।   যখন, শেষ দর্শন করি মায়ের মুখ  এ ধরায় আবার জন্ম নেই,  তখন , মায়ের মুক্তি কামনা  ব্রত নিয়ে আলোর পথে।                                                  ৯ অক্টোবর ২০১৬