ধ্রুবতারার প্রেম
 
      সকাল গড়িয়ে দুপুর ছুঁই ছুঁই!   একটু পরপর কানে সুড়সুড়ি অনুভব করছিলাম!কানের উপর পিলু চেপে ধরে ঠাই শুয়ে রইলাম!   নাহ আর বাঁচা গেলোনা এবার পায়ের তালুতে সুড়সুড়ি লাগছে!বুঝলাম মিপতি ছাড়া আর কেউ না,চোখ বন্ধের মধ্যেই উঠে বসলাম!   “বইন তুর লগে আমার কোন জনমের শত্রুতা ছিল ক তো..”?   “ভাইয়া তুমি এত্ত পঁচা…?সারাক্ষণ পঁচা পঁচা কথা বলো!জানো এখন কয়টা বাজে?/?আমি স্কুল থেকে এসে পড়লাম আর তুমি এখনো ঘুমাচ্ছ…?   “ওরে পাকনা বুড়িরে!এদিকে আয় আমার চুল টেনে দে তো একটু!”(আমি)   “ইইইহ!আমি চুল টেনে দেই আর তুমি আবারও ঘুমাই পড়বা তাইনা…?   “আচ্ছা লক্ষী বইন আমার, তুরে আইজকা এত্ত গুলা কিটকাট কিইনা দিমু!দে না বইন চুল গুলা টাইনা দে!   “তুমি এরকম পঁচা কথা বললে আমি দিব না”   “আচ্ছা সরি এই নে কান ধরলাম,এবার দে!   বোন আমার কত্ত ভাল চুল টেনে দিচ্ছে আর আমার চোখ বুজে আসছে”কিন্তু দুষ্টু বোন টা চোখের পাতা বন্ধ করতে দিচ্ছেনা এক হাত দিয়ে টেনে ধরে রাখছে সে”   (আমি অভি,একটা পাবলিক ভার্সিটি তে অনার্স ফাইনাল ইয়ারে পড়ি আর যার সাথে এতক্ষন কথা হচ্ছিল সে আমার দুষ্টু মিষ্টি একমাত্র বোন!মিপতি,বয়স-৫ বছর, নার্সারি তে পড়ে, ঘুমাতে খুব পছন্দ ক...