আমি বিদেশ আসছি, আপনি কেন আসবেন ?
আদর্শ লিপি বইতে পড়েছিলাম, লেখাপড়া করে যে গাড়ি-ঘোড়ায় চরে সে । আমার এক ফ্রেন্ড পঞ্চম শ্রেণীর পর আর তার সাথে আমার অনেকদিন কোন যোগাযোগ নেই। কয়েক বছর পর হঠাৎ দেখা, এর মাঝে সে অন্য স্কুলে হাইস্কুল পর্যন্ত গেছে। কিন্তু এতে পড়ে কি হবে! স্কুল শেষ করার আগেই সে গাড়ি চড়া শুরু করেছে। আর আমার তখন গাড়ির কথা ভেবেই দিন কাটে। পড়ালেখা করে আরো কয়েক বছর কাটিয়ে দিলেও আমাদের সেই ‘গাড়ি চড়া’ হয়নি। বলছিলাম বন্ধুর কথা।লেখাপড়া না করে বা কম করেও যে গাড়ি চড়া যায় আর বাড়ি হয়, বিয়ে-সন্তান হয়ে ভালো ‘ধনী’ হওয়া যায় সে তার জলন্ত প্রমাণ। (এমন প্রমান অনেক আছে ) কলেজে পড়ার সময়ই দেখেছি তার ব্যবসা বড় হয়েছে। এরপর মাঝে একবার দেখেছিলাম বন্ধুর চেহারা। অতিশয় ব্যস্ত এক ব্যবসায়ী। বন্ধুর এখন অনেক টাকাও আছে বটে।অবস্থা হলো- আমার ‘সফল’ বন্ধুর মতো আমার টাকা নেই। এ রকম বন্ধু আমার আরো অনেক আছে। স্কুল-কলেজের বন্ধুরা এখন অনেকই প্রতিষ্ঠিত এবং তারা একদিকে ‘টাকাওয়ালা’ অথবা ‘ক্ষমতাবান’। দিন রাত বই মুখস্থ করে অনেকে সরকারী কর্মকর্তাও হয়েছে। এতসব না পড়েও অবশ্য অনেকে বড় কর্মকর্তা হয়েছে। আমি বাবার দেয়া হাতখরচ এর টাকায় এদিক-সেদিক ঘুরে বেড়