পার্লারে যাওয়ার দরকার নেই, সহজ উপায়ে ঘরে বসেই যত্ন ত্বকের নিন
শীতকালে বাতাসে আর্দ্রতার অভাবে আমাদের ত্বক শুষ্ক, নিস্তেজ হয়ে পড়ে। সাধারণত আমরা কোল্ড ক্রিম, ময়শ্চারাইজার মেখে ত্বককে ঠিক রাখার চেষ্টা করি। অথচ আমরা আমাদের ঘরে উপলব্ধ অনেক কিছুই আছে যা আমাদের ত্বককে উজ্জ্বল এবং উন্নত করে তুলতে পারে। মধু ও গোলাপ জলের মিশ্রণের প্রলেপ মধু এবং গোলাপ জল দুটোই বাড়িতে পাওয়া যায়। একটি ছোট পাত্র নিন। তাতে এক চা চামচ মধু দিন। এক চামচ গোলাপ জলের সাথে মধুটার মিশ্রণ তৈরী করুন। এবার এই মিশ্রণটা ভালো করে মুখে লাগিয়ে নিন। মিনিট কুড়ি পরে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। শুষ্ক ত্বকের জন্য এটি খুব ভালো চিকিৎসা। মধু ও গোলাপ জলের মিশ্রণের ফেস প্যাক ত্বককে খুব পরিষ্কার ও উজ্জ্বল করে তোলে। শীতকালে শুষ্ক ত্বকের জন্য তেলের চিকিৎসা নারকেল তেল প্রায় আমাদের সবার বাড়িতেই থাকে। এছাড়াও অনেকে অলিভ অয়েল অথবা বাদাম তেল (almond oil) বাড়িতে রাখেন। স্নান করতে যাবার আগে যে কোন একপ্রকার তেল নিয়ে, ভালো করে আপনার পুরো শরীরে অনেকক্ষণ ধরে ম্যাসাজ করুন।এবার স্নান করার পর আপনার ত্বক নরম থাকবে। লেবু দিয়ে শীতকালে ত্বকের যত্ন লেবুতে ভিটামিন ‘সি’ থাকে যা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। লেবুর রসে যে সাইট...